চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে এক রাতে ৪টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় শহরে চুরি আতংক দেখা দিয়েছে।
সোমবার রাতের কোন এক সময় শহরের উত্তর বাজারের সেবা মেডিসিন সেন্টার, উপজেলা গেইটের রড সিমেন্টের দোকান সজিব এন্টারপ্রাইজ, দেব এন্টারপ্রাইজসহ ৪টি দোকানে চুরি হয়। চোরেরা এসব দোকানের ক্যাশে থাকা টাকা ছাড়া আর কিছু নেয়নি। সেবা মেডিসিন সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজও নিয়ে গেছে চোরেরা। সকালে চুনারুঘাট থানা পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। ব্যবসায়ীরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com