মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে বিধবা হেনরা বেগমের বসতঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডে একটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেল ও নগদ ৯০ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে হেনরা বেগম নিঃস্ব হয়ে পড়েছেন। সোমবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সৃষ্ট অগ্নিকান্ডে মুহূর্তের মধ্যেই হেনরা বেগমের বসতভিটা পুড়ে পাশে থাকা একটি ভাড়া করা প্রাইভেট কার, মোটর সাইকেল ও নগদ টাকা পুড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুরমা চা বাগানের বাসিন্দা ক্ষতিগ্রস্ত হেনরা বেগম জানান, পরিবার পরিজন নিয়ে ভালভাবেই তাদের সংসার চলছিল। কিন্তু অগ্নিকান্ডে তার বিরাট ক্ষতি হয়ে গেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, কিভাবে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com