স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের নতুন ভবন নির্মাণে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শংকর সিটির স্বত্ত্বাধিকারী শংকর পাল। তিনি গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শামছু মিয়া, পৌর কাউন্সিলর গৌতম রায় প্রমূখ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্কুলের নতুন ভবন নির্মাণে ব্যবসায়ী শংকর পালের মত সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল দীর্ঘদিন ধরে হবিগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারে তাঁর ব্যক্তিগতভাবে অনুদান দিয়ে আসছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com