মোহাম্মদ শাহ আলম ॥ নবীগঞ্জের আলোচিত মাদক স¤্রাট মহিবুর রহমানকে (৩০) ৭ বছরের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দ-াদেশ দেন। সেই সাথে দন্ডিত আসামীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দেন বিচারক। মামলার অপর আসামী একই উপজেলার গজনাইপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে সায়েল মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ জানান, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হিরাগঞ্জ বাজার মসজিদ সংলগ্ন টিটু মিয়ার বাড়ির তৃতীয় তলা থেকে ২০১৮ সালের ২৭ মার্চ মহিবুরকে গ্রেফতার করে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ১২ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৬২ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় র্যাব-৯ এর এসআই ইমাম হোসেন বাদি হয়ে মাদক আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৮ সালের ২৬ এপ্রিল নবীগঞ্জ থানার এসআই এসএম আতাউর রহমান মামলার আসামী মুহিবুর ও সায়েলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে উপরোক্ত দ-াদেশ দেন। রায় ঘোষণাকালে দন্ডিত মুহিবুর রহমান কারাগারে ছিল। সে পানিউমদা গ্রামের আব্দুল গণির পুত্র। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল ফজল ও অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com