হবিগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
ব্যবসায়ী নেতৃবৃন্দ বললেন সম্প্রতি হবিগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে মোটা অংকের টাকা জরিমানার বিষয়টি ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে ॥ ভ্যাট অফিস থেকে ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগের বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চেম্বার অব কমার্স, মার্চেন্ট এসোসিয়েশন, ব্যবসায়ী কল্যাণ সমিতি, জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি, বিসিক শিল্পনগরী মালিক সমিতিসহ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। গতকাল মঙ্গলবার সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস-এর সভাপতি মোঃ শামছুল হুদা জানান, সম্প্রতি র‌্যাবসহ নানা সরকারি প্রতিষ্ঠান শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোটা অংকের টাকা জরিমানা করে। বিশেষ করে সম্প্রতি র‌্যাবের অভিযানে মোটা অংকের টাকা জরিমানার বিষয়টি ব্যবসায়ীদের ভাবিয়ে তোলে। তাই এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়। এ প্রেক্ষিতে জেলা প্রশাসক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময়ের আয়োজন করেন। এতে উপস্থিত ব্যবসায়ীরা তাদের মতামত তুলে ধরেন।
ব্যবসায়ীরা জানান, বর্তমান আইন অনুযায়ী রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাড়ি থেকে মালামাল আনলোড করার সময়। কিন্তু সমস্যা হচ্ছে ওই সময়ে শ্রমিক পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের দুর্ভোগে পড়তে হয়। তাই মালামাল আনলোডের সময় বিবেচনার দাবি জানানো হয়। তাছাড়া মতবিনিময় সভায় ভ্যাট অফিস থেকে চাপ প্রয়োগের বিষয়টিও উপস্থাপিত হয়। ব্যবসায়ীরা জানান, তারা নিয়মিত ভ্যাট পরিশোধ করলেও ভ্যাট বৃদ্ধিসহ তা পরিশোধে তাদের চাপ প্রয়োগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারেও করণীয় নির্ধারণে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেন। তাছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালে কি অপরাধে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হচ্ছে এবং কত টাকা জরিমানা করা হচ্ছে তা সুনির্দিষ্টভাবে তাদের জানানো ও জরিমানার পরিমাণ সহনীয় পর্যায়ে রাখার দাবি জানানো হয়। যাতে ব্যবসায়ীরা আতঙ্কিত না হয়ে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তাছাড়া বিষয়গুলো আগামী আইন-শৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে বলেও ব্যবসায়ীদের আশ^স্ত করেন। ব্যবসায়ীদের নির্দেশনামূলক পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি মোঃ সামছু মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, সিলেট বিভাগীয় অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি শংকর পাল, হবিগঞ্জ জেলা ধান-চাল মালিক সমিতির সভাপতি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আতাউর রহমান, চেম্বারের পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, হবিগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগস এসোসিয়েশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, হবিগঞ্জ বিসিক শিল্পনগরী মালিক সমিতির সেক্রেটারি মোঃ জমীলুন নবী চৌধুরী ফয়সল। মতবিনিময় সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আব্দুর রহমান, মোঃ দেওয়ান মিয়া, এনএম ফজলে রাব্বী রাসেল, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, মোঃ কায়েস আহমেদ শিপন প্রমূখ। এ ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।