বাহুবল প্রতিনিধি ॥ সততা বজায় রেখে শ্রমিকদের কল্যাণে কাজ করা হউক আজকের অঙ্গিকার। আপনাদের ব্যবহারে যেন জেলার কোনো মানুষ কষ্ট না পায় সেদিকে নজর দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হবে। গাড়ি চালানোকে শুধু উপার্জনের উপায় মনে না করে জনগণের কল্যান মনে করে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, আলহাজ্ব মোঃ মোদ্দত আলী। হবিগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (১৯৭৯) এর অধিনস্ত পুটিজুরী-স্নানঘাট আঞ্চলিক কমিটির নির্বাচিত শ্রমিক নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় পুটিজুরী বাজার মসজিদ পয়েন্টে সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনকালীন সময়ের আহবায়ক জামাল হোসেন আলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোদ্দত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আমজাদ হোসেন হারিছ, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব উল্লা, শুকুর খা, ছালামত আলী সানু, এম এ জব্বার, শেখ জসিম উদ্দিন মেম্বার, নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল আজিদ তালুকদার, মোবাশ্বির আহমেদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ মিয়া, ছিদ্দেক মিয়া, আব্দুল কাদির, মনির মিয়া, মশ্বব আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে মোঃ আব্দুল আজিজ তালুকদার, সহসভাপতি মাসুক মিয়া ও মোঃ দরছ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আছাদ মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ছায়েদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ শাওন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আজিজুল হক, কোষাধ্যক্ষ মোঃ হারুন মিয়া, সদস্য মোঃ বাবুল মিয়া ও মোঃ মোবাশ্বির আলী সহ ১১ জন নির্বাচিত শ্রমিক নেতা শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু। মুনাজাত পরিচালনা করেন পুটিজুরী জামে মসজিদের খতিব মাওঃ জামাল উদ্দিন মুন্সি। উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।