স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জে ডিসলাইনের সংযোগের টাকা নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নবীগঞ্জ পৌর এলাকার গঞ্জাগ্রামের ক্বারী আব্দুস শহীদের ছেলে ডিস লাইনের লাইনম্যান শাহারাজ আহমদের সাথে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে বাচ্চু মিয়ার মধ্যে ডিসলাইনের সংযোগের টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সুত্র ধরে বুধবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলা, বৃদ্ধ ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আব্দুর রহিম (৭৫) ও লুদুমিয়া (৪২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুদু মিয়া (৭০), জাওয়াদ আহমদ (২৩), স্বরাজ মিয়া (৪৩), তানভির আহমদ (১৭), এলাইচ মিয়া (৬৫), রোমান আহমদ (১৬), জমশেদ মিয়া (৪৬), ছুরুক মিয়া (৫৮), পুর্নিমা রাণী ঘোষ (৪৬), হাফিজ উল্লাহ (৫০), রাসেল আহমদ (১৮), রানুমিয়া (৫০), আব্দুল মালিক (৬৫), তৈয়ব উল্লাহ (৫০), সামিউজ্জামান (২৫), আলীরাজ (২৫), মেহেরাজ (১৭), শাহারাজ (১৮) ও সাগরমিয়া (১৮) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয়নি।