বসুন্ধরা আবাসিক এলাকা প্রকল্প হবিগঞ্জের সভাপতি মরহুম আমিনুর রশীদ এমরানের রুহের মাগফেরাত কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ শহরের বসুন্ধরা আবাসিক এলাকা প্রকল্পের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামছুল হুদার সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শেখ মামুন সহ-সভাপতি, মো: ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান সমাজসেবা উপ-পরিচালক, এনামুল হক প্রিন্সিপাল, অ্যাডভোকেট মহিবুর রহমান বাহার, আব্দুল মোতালিব মমরাজ, এম এ ওয়াহেদ, আব্বাস উদ্দিন, মাহফুজুর রহমান চৌধুরী, আবদুল মুছাব্বির রনু, ফারুক আহমেদ, কুতুব উদ্দিন শামিম প্রমুখ। বক্তাগণ বলেন আমিনুর রশীদ এমরান ছিলেন একজন ভাল মানুষ, সৎ নিষ্ঠাবান ভদ্র বিনয়ী পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বসুন্ধরা আবাসিক এলাকা প্রকল্পের একজন সফল সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com