বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে তিন জুয়াড়িকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এই অর্থদন্ড করেন। জরিমানার টাকা আদায় করে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়। অর্থদন্ডে দন্ডিত তিনজন হলো- পুরানগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে ধন মিয়া (২০), কালিয়ারভাঙ্গা গ্রামের সাজিদ মিয়ার ছেলে সোহেল মিয়া (১৬) ও সন্দলপুর গ্রামের মৃত হেলিম উল্লার পুত্র মোঃ মোহন মিয়া (৪২)। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন নবীগঞ্জ থানার এসআই কামালসহ একদল পুলিশ।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও মোড়গুলোতে জুয়ার আসর বেড়েই চলেছে। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com