স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাস রুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, সহকারি কশিশনার (ভূমি) মাসফিকা হোসেন প্রমুখ। উপজেলা নিবার্চন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান- দুই দিনে ১৫৪ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তন্মধ্যে ১১ জন প্রিজাইডিং অফিসার, ৪৭জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৯৬ জন পোলিং অফিসার রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com