জি কে গউছসহ বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমের পিতা হাজী লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সুলতান মামদপুর দক্ষিণপাড়া নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগ ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বেলা ২টায় সুলতান মামদপুর দক্ষিণপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ হতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানানো হয়েছে। মরহুম হাজী লুৎফুর রহমান বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন হবিগঞ্জ জেলা ইউনিটের সহ-সভাপতি ও বিসিআইসি সার ডিলার ছিলেন।
জি কে গউছের শোক ঃ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বুধবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন- বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুৎফুর রহমান ছিলেন একজন সদা হাস্যোজ্জল মানুষ। তিনি আমাকে পছন্দ করতেন, আমিও উনাকে পছন্দ করতাম। তিনি আমাকে পিতার ¯েœহে কাছে টেনে নিতেন। উনার মৃত্যুতে হবিগঞ্জ শহরবাসী একজন অভিভাবক হারালো। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ব্যকস এর শোক ঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমের পিতা হাজী লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্যবসায়ী কল্যাণ সমিতি-ব্যকস হবিগঞ্জ এর সভাপতি মোঃ শামছুল হুদা। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফার্টিলাইজার এসোসিয়েশনের শোক ঃ বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন হবিগঞ্জ জেলা ইউনিটের সহ-সভাপতি ও বিসিআইসি সার ডিলার হাজী লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফার্টিলাইজার এসোসিয়েশন হবিগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ মোতাব্বির হোসেন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোজাম্মেল হক শফিক।