শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২০ ডিসেম্বর সন্ধ্যায় নতুন ব্রীজ এস.আর আবাসিক হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব। বিশেষ অতিথি ছিলেন উবাহটা ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন তাহির। নবীন থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুল হক রেনুর সভাপতিত্বে ও থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীন থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহেদ, সহ-সভাপতি আব্দুল হালিম রমিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক আজিজুল রহমান লিটন, সাংস্কৃতিক সম্পাদক বকুল চক্রবর্তী, সদস্য সাংবাদিক জামাল আহমেদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ ফুল মিয়া প্রমূখ। শেষে কেক কেটে থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com