কাজী মাহমুদুল হক সুজন ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের অলিপুর এলাকা থেকে ২শ’ ঘনফুট চোরাই বিভিন্ন প্রজাতির বনজ চিরাই কাঠসহ একটি মিনি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০১৩৩) আটক করেছে বনবিভাগ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বনবিভাগ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের সহকারী বন সংরক্ষক কার্যালয়ের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলীর নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে অভিযান চালিয়ে চোরাই লক্ষাধিক টাকা মূল্যের কাঠ আটক করে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মিনি ট্রাক ও চিরাই কাঠ চুনারুঘাটের সহকারী বন সংরক্ষক কার্যালয়ে জব্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com