স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার সান সর্দার নজরুল ইসলাম ওরফে চাঁন মিয়ার (৫০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার শায়েস্তানগর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে শায়েস্তানগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি শায়েস্তানগর গ্রীণ রোড এলাকার বাসিন্দা মৃত আফসর উদ্দিনের বড় ছেলে। তিনি দীর্ঘদিন জালালাবাদ গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। তার জানাজার নামাজে সাবেক মেয়র আলহাজ¦ জি কে গউছ, শায়েস্তানগর এলাকার সর্দার শহিদুর রহমান লাল মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত সোমবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com