শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীদের তলব করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ
মঈন উদ্দিন আহমেদ ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়া মনোনয়ন দাখিলকৃত বাকি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী দৈনিক হবিগঞ্জের মুখকে জানান- শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়া মনোনয়ন দাখিলকৃত বাকি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, আমি এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ওই সভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়া যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন তাদেরকে মনোনয়ন প্রত্যাহারের আহবান জানানো হবে। এই আহবানে কেউ সাড়া না দিলে কিংবা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তার বা তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ সমন্বয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৬ জন। তাদের মধ্যে দলীয় মনোনয়ন পান শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ মাসুদউজ্জামান মাসুক। মনোনয়ন বঞ্চিত বাকি ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু ও শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল ইসলাম শীতল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com