স্টাফ রিপোর্টার ॥ লাখাই’র মনতৈল গ্রামে ভূমি নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম উভয়পক্ষকে নিয়ে সমঝোতায় বসে এ বিরোধ নিষ্পত্তি করেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের জালাল উদ্দিন শহরের মোহনপুর এলাকার মরহুম মাহমুদ হোসেন এর কন্যা মোছাঃ তুলা বিবির কাছ থেকে ৬৬ শতক ভূমি ক্রয় করে ভোগ দখলে ছিলেন। এ অবস্থায় তার ভূমি জোরপূর্বক ভোগ-দখলে নেয়ার চেষ্টা চালায় মনতৈল গ্রামের নোয়াব আলী গং। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ দিকে নিজের জায়গা উদ্ধারের জন্য জালাল উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার উভয়পক্ষ নিয়ে গতকাল সমঝোতায় বসেন। বৈঠকে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করেন তিনি। জায়গাটি জালাল উদ্দিনের দখলে দেয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করে। যা আদালতে বিচারাধীন। আমি উভয় পক্ষের কথা শুনি।
অভিযুক্তরা তুলা চান বিবির কাছ থেকে জমি ক্রয় করতে চেয়েছিলো। তুলা চান বিবি তাদের কাছ থেকে ২ লক্ষ টাকাও নিয়েছিলেন। কিন্তু তিনি তাদের কাছে জমি বিক্রয় না করে জালাল উদ্দিন এর কাছে বিক্রি করেন। এতে আক্রোশে জমিটি দখল করার চেষ্টা করে নোয়াব আলী গং। আমি উভয় পক্ষের মধ্যের দ্বন্দ্বটি মীমাংসা করে দেই। জমিটি জালাল উদ্দিনের ভোগ দখলে থাকবে। এ নিয়ে তারা আর কোন দ্বন্দ্বে জড়াবে না মর্মে অঙ্গীকার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com