চুনারুঘাটে ব্যবসায়ীদের ভোক্তা অধিকারের মতবিনিময়
কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের হোটেল, বেকারী ও ফাস্টফুড দোকানে দুষণমুক্ত পরিবেশ এবং পঁচা-বাসি খাবার পরিবেশন থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কর্তৃপক্ষ মতবিনিময় করেছেন।
রবিবার সকালে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হেসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুক, শফিকুল ইসলাম শফিক, মনিরুজ্জামান আলমগীর, মোহাম্মদ জুবাইর, চুনারুঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান।
সভায় মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রামের মধ্যে থাকা, দই ও রসমালাইয়ের বাক্সের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও পরিমাণ স্পষ্টভাবে লেখা থাকা, কোন ধরনের রং ব্যবহার না করা জিলাপিতে হাইড্রোজ ব্যবহার না করার বিষয়ে পরামর্শ দেয়া হয়।
৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়গুলো সংশোধনের জন্য সময় দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com