চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের উপজেলা গেইট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জামাল হোসেন লিটন, আব্দুল হাই প্রিন্স, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ম আহবায়ক ইফতেখার রিপন, সাইদুল আলমগীর, মোহাম্মদ বিল্লাল, সুজন আহমেদ, টিপু ফরাজী প্রমুখ।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা।