স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজল তালুকদারের বার্ষিক আয় ২ লাখ ১০ হাজার টাকা ॥ অগ্রণী ব্র্যাক ব্যাংকে ঋণ ৬০ লাখ টাকা
এসএম সুরুজ আলী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, পৌর যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদারের বার্ষিক আয় ২ লাখ ১০ হাজার টাকা। এ হিসেবে তাঁর মাসিক আয় ২৬ হাজার ৬৬৬ টাকা। তিনি তার নির্বাচনী হলফনামায় এ তথ্য প্রদান করেন। ফজল উদ্দিন তালুকদার শায়েস্তগঞ্জ পৌরসভার বিরামচরের মরহুম আব্দুল মান্নান তালুকদার ও মরহুম জিন্নতুর্নেছার ছেলে। হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করেছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার উল্লেখিত আয়ের উৎসের মধ্যে কৃষিখাত থেকে ১০ হাজার টাকা ও ব্যবসা থেকে ২ লাখ টাকা আয় হয়। তাঁর আরেকটি আয়ের উৎস হচ্ছে ভাইয়ের বিদেশ থেকে পাঠানো বছরে ১ লাখ ৫০ হাজার টাকা। তাঁর নিজের হাতে নগদ রয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা, ব্যাংকে জমা রয়েছে ১ হাজার টাকা। তার দেড় লাখ টাকা মূল্যের ১টি মোটর সাইকেল রয়েছে। এছাড়াও টিভি, ফ্রিজ, মোবাইল সেট ১টি করে রয়েছে। বাসায় ৩টি খাট, ড্রেসিং টেবিল ১টি, ডাইনিং টেবিল ১টি, চেয়ার ৬টি, ১টি ওয়াশিং মেশিন রয়েছে। তার স্ত্রীর ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তার নিজের নামে ৯১ শতক কৃষি জমি রয়েছে। যৌথ মালিকানায় ৫ শতক ভূমির উপর দুই তলা বিল্ডিং এর ১ শতক এর মালিক তিনি। এছাড়াও ১০ শতক ভূমির উপর একতলা বিল্ডিং এর ২ শতক মালিক তিনি। তার ব্যাংক ঋণ রয়েছে ৬০ লাখ টাকা। এর মধ্যে অগ্রণী ব্যাংক লিঃ শায়েস্তাগঞ্জ শাখায় ৪০ লাখ টাকা ও ব্র্যাক ব্যাংক এসএমই শাখা, শায়েস্তাগঞ্জ এ ২০ লাখ টাকা ঋণ রয়েছে। হলফনামায় তিনি উল্লেখ করেন তার বিরুদ্ধে কোন মামলা-মোকদ্দমা নেই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com