সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা সমবায় অফিসার ইসমাঈল তালুকদার রাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com