স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় নিহত হবিগঞ্জ কাঁচামাল হাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহরের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চৌধুরী বাজারের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এ শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সভায় অংশ গ্রহন করেন। সাবেক মেম্বার কবির মিয়ার সভাপতিত্বে এবং কাঁচামাল হাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফুল মিয়ার পরিচালনায় শোকসভায় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের চাচাত ভাই শাহেদ মিয়া মাস্টার, মরহুমের ছোট ভাই শেখ আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী খুরশেদ মিয়া, আলী হায়দর, আব্দুল মালেক, হাজী ছমেদ মিয়া, আব্দুল আহাদ, চাও মিয়া, আছান মিয়া, শামীম মিয়া, ছমেদ মিয়া, মোহাম্মদ আলী, পীযুষ রায়, তৌফিক মিয়া প্রমূখ। শোক সভায় বক্তারা বলেন- ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ ব্যক্তি জীবনে খুব ভালো মানুষ ছিলেন। যা তার মৃত্যুর পর জানাজার নামাজে মানুষের অংশগ্রহনই প্রমাণ করে। এছাড়াও তার মৃত্যুর পর বিভিন্ন স্থানে আয়োজিত শোকসভায় মানুষের ঢল নেমেছে। তারা আব্দুর রশিদ হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায় সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহন করবেন।
সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া করেন হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি এমএ মজিদ পিরিজপুরী।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দুপুরে শহরের নতুন খোয়াই মুখ এলাকায় টমটম স্ট্যান্ডকে দখল করাকে কেন্দ্র করে উমেদনগরের পূর্ব এলাকার শেখ আব্দুল মতিন গংদের সাথে আলগা বাড়ির মুক্তার হোসেন গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মতিনের ভাই ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ নিহত হন। এ ঘটনায় ৩৬জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছোট ভাই শেখ মখলিছ মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com