হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, মাস্টার কোয়ার্টার ও সবুজবাগ এলাকাবাসী সমর্থন জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুসলিম কোয়ার্টার এলাকায় আয়োজিত এক সভায় তাঁকে এ সমর্থন জানানো হয়। সভায় বক্তারা বলেন, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু পরিচ্ছন্ন রাজনীতিবিদ। অতীতে তাঁর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড শহরবাসীর নজর কেড়েছে। এমন প্রার্থী বিজয়ী হলে অবশ্যই জেলা শহরে অবস্থিত পৌরসভার প্রকৃত উন্নয়ন-অগ্রগতি হবে। তাই পৌরবাসীর স্বার্থেই তাকে মেয়র হিসেবে নির্বাচিত করা উচিত। সভায় উপস্থিত সকলেই অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে অকুণ্ঠ সমর্থন জানান।
সাবেক জেলা তথ্য অফিসার আবু সালেহ মোঃ শিবলীর সভাপতিত্বে ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং বৃকসু’র সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, সাবেক সরকারি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আলতা, বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল্লাহ তারেক, সমাজসেবক আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফী, অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু, বিশিষ্ট ব্যবসায়ী মুসলিম উদ্দিন, আবিদুজ্জামান খান শামীম, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সমীর চন্দ্র বণিক, অ্যাডভোকেট নজরুল আজিজ জুনেদ, মুজিবুর রহমান চৌধুরী, মামুনুর রহমান খান, ইসমাইল আহমেদ সেলিম, অ্যাডভোকেট সুরজিত চৌধুরী, এনামুল মোহিত খান, উজ্জ্বল দেব, খালেকুজ্জামান খান জসিম, এম জামিউর রহমান, তৌফিকুল ইসলাম প্রমুখ।
সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com