নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে ধর্ষণের চেষ্টা মামলায় যুবলীগ নেতা রুবেল মিয়াকে (৩৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। রুবেল মিয়া উপজেলার বাসুল্লা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ওয়ার্র্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার বিবরণে জানা যায়, ওই এলাকার এক নারী তার স্বামী মারা যাওয়ার পর থেকে দুটি সন্তান নিয়ে পিত্রালয়ে বসবাস করছেন। স্বামী পরিত্যক্ত নারী ও রুবেলের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় রুবেল মিয়া ওই নারীকে ইশারা, কু-ইঙ্গিত করতেন। এ নিয়ে স্থানীয় মুরুব্বিয়ানদের জানালে রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ৩০ জুন রাতে ওই নারী প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের পিছন দিকে বের হওয়া মাত্রই রুবেল মিয়া গামছা দিয়ে তার মুখ বেধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। তখন ওই নারী ধস্তাধস্তি করে মুখ থেকে গামছা সরিয়ে চিৎকার করলে রুবেল ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারপিট করে পালিয়ে যান। এ সময় প্রতিবেশীরা ওই মহিলাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই নারী গত ২৭ জুলাই নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং নারী শিশু ১১০/২০ চুনা:। আদালত মামলাটি গ্রহণ করে ওসি ডিবিকে তদন্তের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ হোসেন ঘটনাটি সত্য মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে গত ২৬ নভেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এর আদালতে রুবেল মিয়া স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আহাদ আলী মীর।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com