ডাক্তার না হয়েও নামের আগে ডাঃ লিখে প্রতারণা
বাধন ও প্রিয় ছিটঘরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড
স্টাফ রিপোর্টার ॥ ডাক্তার পদবি না থাকা সত্ত্বেও নামের আগে ডাঃ ব্যবহার, ঘষামাজা মূল্য তালিকাসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জ শহরের নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা। প্রসঙ্গত, জেলা সিভিল সার্জন অফিসের উত্তর দিকে কোরেশনগর এলাকার একটি বাসায় নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার দীর্ঘদিন ধরে টেস্ট ছাড়া রিপোর্ট প্রদান ও ডাক্তার না থাকা স্বত্তেও তাদের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণা করে আসছিল। ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম দস্তগীরকে ১ লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। অবশ্য জরিমানা প্রদান করে নিজেকে কারাদন্ড থেকে রক্ষা করেছেন গোলাম দস্তগীর।
এছাড়া শহরের ঘাটিয়া বাজারের বাঁধন ও প্রিয় ছিটঘরে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, শহরের রাজনগর এলাকায় রাস্তার উপর বালু ও পাথর রেখে যান চলাচলে বিঘœ সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শহরে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে যাত্রী বহন এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুইটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও বিএসটিআই পরিদর্শক মো. মাসুদ রানাসহ সদর থানার একদল পুলিশ। জেলা প্রশাসক জানান, অভিযান নিয়মিত চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com