শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল পৌর শহরে প্রতিদিন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। এ গণসংযোগে প্রত্যেক পাড়া-মহল্লায়, হাট বাজারে ভোটারদের মুখে মুখে এখন তার কথাই শুনা যাচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার সারাদিন কুতুবের চক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে বিজয়ের লক্ষ্যে তাকে সমর্থন দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে তার জীবনী সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি মেয়র নির্বাচিত হতে পারলে তার একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে প্রত্যয়ী, সুন্দর, সচেতন ও জবাবদিহিতামূলক আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং পৌরবাসীর বিভিন্ন সমস্যা নিরসনে আন্তরিক আগ্রহ। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজকে স্বনির্ভর করে গড়ে তোলাসহ যুগোপযোগী সকল পরিকল্পনার ফলে পৌরসভায় ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন সারোয়ার আলম শাকিল। তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের অভিযোগ এবং পরামর্শ গুরুত্ব সহকারে শোনেন। তিনি এসব এলাকায় ভোটারদের কাছে গিয়ে মূল্যবান ভোট, দোয়া ও আশীর্বাদসহ সার্বিক সহযোগিতা চেয়েছেন।
কুতুবের চক গ্রামের ভোটার মোঃ রফিক মিয়া বলেন, শাকিল দুর্নীতিমুক্ত একজন মানুষ এবং বিশ্বস্ত গ্রহণযোগ্য স্বতন্ত্র মেয়র প্রার্থী। বিগত করোনাকালীন সময়ে দরিদ্র মানুষজনের প্রতি তার সহায়তা এর উজ্জ্বল প্রমাণ। এমনকি বিপদগ্রস্ত মানুষ যখনই তার কাছে যায়, তখন শাকিল সকলকে বট বৃক্ষের মত ছায়া দেন। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে রয়েছেন। আমরা সারোয়ার আলম শাকিলকে পৌর মেয়র হিসেবে বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com