আক্তার হোসেন আলহাদী ॥ পরিবারের সুখের আশায় সেই ৩০ বছর আগে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের ওমানে। আরো ২ ভাইকে নিয়েছেন সেখানে। প্রবাস জীবনে বেশ সফলও হয়েছিলেন। একান্ত ইচ্ছা ছিল পরিবারকে অর্থনৈতিকভাবে শক্ত একটি ভিতের উপর দাঁড় করে বাকী জীবনটুকু পরিবারের সঙ্গে কাটি দেওয়া। নিয়তির নির্মম পরিহাস, গত ১৪ নভেম্বর রেমিটেন্স যোদ্ধা হবিব উল্লাহ (৫০) মারা গেছেন ওমানে। তিনি বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গড়পাড় এলাকার আমীন উল্লাহর পুত্র।
৪ ভাই ও ২ বোনের মধ্যে হবিব উল্লাহ সবার বড়। মৃত্যুর আগ অবধি ভাই-বোনদের কাছে তিনি ছিলেন জীবন্ত বটবৃক্ষের ন্যায়। সেই বটবৃক্ষকে হারিয়ে অশীতিপর বৃদ্ধ পিতা, ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ স্বজনরা বাকরুদ্ধ। গতকাল মঙ্গলবার ওমান থেকে লাশ আসার পর বাদ আছর বনমুথুরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ৪ ছেলে। জ্যেষ্ঠ সন্তান রাকিব এসএসসি পরীক্ষার্থী। বাকী ভাইয়েরাও সবাই লেখাপড়ায়। হবিব উল্লাহ খুব শান্ত-শিষ্ট ও ভদ্র ছিলেন। ছোট বড় সবাই তাকে ভালোবাসতো। সেই ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য হারিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com