স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পূর্বের খেলা সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে খেলায় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে শিরোপা ট্রপি তুলে দেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ বালিকা দলে মনতলা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে জয়লাভ করে। এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক দলে গোয়ালনগর প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী শিরোপা অর্জন করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com