এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার রাত ৮টায় হবিগঞ্জ শহরে এম সাইফুর রহমান টাউন হলে এ সংবর্ধনা প্রাদন করে হবিগঞ্জ জেলা শিল্পী কল্যাণ সংস্থা। হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ছালেহ আহমেদ, একতারা শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক পিন্টু দেব, নগর একতারা শিল্পী গোষ্ঠীর সভাপতি সাজিদ পরদেশী, বিহঙ্গ সংগীত নিকেতনের কাজল গোপ, খেলাঘর কেন্দ্রীয় নেতা বাদল কুমার রায়, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুর রহমার কাউছার, লোক সংস্কৃতি ফোরামের সাধারণ সম্পাদক পিন্টু আচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্রের আবু মোতালেব খান লেবু, নাট্য মেলার শাহ আলম চৌধুরী মিন্ঠু, নব জাগরণ নাট্য গোষ্ঠীর সুনীল চন্দ্র দাস, আনন্দ বাজার সাংস্কৃতিক সংস্থার সত্যজিৎ বাসু। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল।
বক্তারা হবিগঞ্জে দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের প্রশংসনীয় কাজগুলো তুলে ধরেন এবং পরিচ্ছন্ন ও সৌন্দর্য্যমন্ডিত হবিগঞ্জ গড়তে তাঁর বলিষ্ট ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত ব্যকিত্ব জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, অনেকেই মনে করছেন উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে গেছে। কিন্তু না হবিগঞ্জ শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, খোয়াই রিভার সিস্টেম উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে ১ হাজার ৮৭২ কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ওই প্রস্তাবনা শীঘ্রই একনেকে যাবে। একনেক থেকে অনুমোদন হলেই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে শিল্পী কল্যাণ সংস্থার সংবর্ধনা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com