স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা খাদ্য গুদাম রোড এলাকার বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ যুবকসহ ২ যুবতিকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসার মালিক ভিংরাজ মিয়ার স্ত্রী মর্জিনা আক্তার (৩০) পালিয়ে য়ায়। রবিবার সন্ধ্যায় সদর থানার এসআই মোঃ রানাসহ একদল মহিলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হল মাধবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের ফাহিমা আক্তার (২০), বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সোনিয়া আক্তার (১৯), যশেরআব্দা এলাকার হৃদয় (২০), সোহাগ (২২) ও রাজনগর এলাকার উজ্জল (২৫)।
সদর থানার এসআই রানা জানান, দীর্ঘদিন ধরে মর্জিনা তার বাসায় বিভিন্ন স্থান থেকে মেয়েদের এনে অসামাজিক কাজ করিয়ে অর্থ কামাই করছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হলে এলাকাবাসি পুলিশকে অবগত করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com