স্টাফ রিপোর্টার ॥ জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃতি সন্তান আব্বাস আলী চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং নিউজ টুয়েন্টি ফোর এর ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক ফেরদৌস করিম আখনজী। ই-মেইলে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বানিয়াচং উপজেলার কৃতি সন্তান আব্বাস আলী চৌধুরী ইউরোপে বাংলাদেশী রাজনীতির এক পরিচিত নাম। তাঁর রাজনৈতিক প্রজ্ঞায় তিনি জার্মানি আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক হিসেবে কয়েক বছর ধরে জার্মানি তথা ইউরোপে আওয়ামী লীগকে সংগঠিত করে আসছেন। বানিয়াচঙ্গের আথুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখনজী আরও বলেন, ইউরোপে আওয়ামী লীগে নিজের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে একটি অবস্থান করে নিয়েছেন আব্বাস আলী চৌধুরী। এর ফলশ্রুতিতে নেতাকর্মীরা তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com