স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানার সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ এশা রাজনগর কবরস্থান রোড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সরদার গোলাম ওয়াদুদ ফারুক, সরদার আলাউদ্দিন, সরদার দুলন, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, অ্যাডভোকেট লতিফুর রহমান অনু, হাজী সিরাজুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আবু মিয়া, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সালাউদ্দিন টিটু, হারুন মিয়া, আলাউদ্দিন মিয়া, আখলাক হোসেন মানু, সরদার ফিরোজ, মোতালিব হোসেন এনু প্রমুখ। সভায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের সকল মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে রাজনগর গ্রামের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানাকে একক প্রার্থী ঘোষণা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com