চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তালিকাভুক্ত ও পুরস্কার ঘোষিত কুখ্যাত ডাকাত ফজর আলী ওরফে বাটনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। ফজর আলী ওরফে বাটন উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
চুনারুঘাট থানার ওসি শেখ মো: আলী আশরাফ জানান, তার বিরুদ্ধে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর থানায় প্রায় ২০টি ডাকাতির মামলায় রয়েছে। ফজর আলী বাটন দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করে আসছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com