স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট গ্রাম থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ইউনুছ আলীর পুত্র মাসুক মিয়া (২০), হাসু মিয়ার পুত্র রাসেল মিয়া (২২) ও মর্তুজ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২০) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com