মাধবপুরের মেরাশানী গ্রামের মাদ্রাসাছাত্রী কিশোরী ইয়াসমিনকে বিগত এক মাস পূর্বে ধর্ষণ শেষে খুন করা হয়। পিতাহারা ইয়াসমিনের মা আয়েশা আক্তার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে ইয়াসমিনের মা আদালতে মামলা দায়ের করেন। কিন্তু অদ্যাবধি ইয়াসমিন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়নি। উপরন্তু আসামীরা ইয়াসমিনের মাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। ইয়াসমিনের হত্যার বিচারের দাবিতে গতকাল ১৫ নভেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছারের সভাপতিত্বে ও পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপাধ্যক্ষ মোঃ আব্দুজ্জাহের, সিপিবি জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ুন খান, সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য, উদীচী নেত্রী আছমা খানম হ্যাপি, সহ-সাধারণ সম্পাদক জয়দীপ সাহা, সাংবাদিক মুজিবুর রহমান, চিলড্রেন গ্রেইস এর অধ্যক্ষ পরিচালক মোঃ আব্দুস সাত্তার, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওঃ মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সোহেল, মাওঃ মাহফুজুর রহমান, ইয়াসমিনের মা আয়েশা আক্তার ও আব্দুল সালাম প্রমুখ।
বক্তাগণ ইয়াসমিন হত্যার সাথে জড়িতদেরকে এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি উচ্চারণ করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com