স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৫/৬ নং ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মুজিবুর রহমানের বিরুদ্ধে সরকারি পুকুর ব্যক্তি মালিকানায় দেখানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, বানিয়াচঙ্গ উপজেলার শরীফখানি মৌজার ১নং খতিয়ানের জে.এল নং (এস.এ) ১০৫, জে.এল নং (আর.এস) ১১১, দাগ নং (এস.এ) ৫৪৪, দাগ নং (আর.এস) ৫৪৩ এর ৪২ শতক সরকারি ভূমির পুকুরের খাজনা ব্যক্তি বিশেষের কাছ থেকে আদায় করেছেন তহশিলদার মুজিবুর রহমান। এর মাধ্যমে তিনি সরকারি ভূমি ব্যক্তি নামে করে দিয়েছেন। অভিযোগে মো. তারেক আজিজ খান ও দুলাল মিয়া চৌধুরী ওই তহশিলদারের বিরুদ্ধে ঘুষ গ্রহনেরও অভিযোগ তুলেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খাজনার চেক উদ্ধারপূর্বক ওই তহশিলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং পুকুরটি সরকারের হেফাজতে নেয়ার দাবি জানানো হয়।