জহিরুল ইসলাম সভাপতি মিছবাহুল হক চৌধুরী সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলাম সাংগঠনিক নির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম যুব সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ জহিরুল ইসলাম সভাপতি পদে আনারস প্রতীকে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল আল নাছের হরিণ প্রতীকে পান ১২৪ ভোট। মোরগ প্রতীকে ১৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিছবাহুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ উবায়দুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট। কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মনিরুল ইসলাম ১৪৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৮ ভোট। আর মই প্রতীকে বাচ্চু মিয়া পেয়েছেন ৫৩ ভোট। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে ২টি ভেন্যুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ৩শ’ ভোটারের মধ্যে ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১ জন ভোটাধিকার প্রয়োগ করেননি। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা বিজয়ী প্রার্থীকে নিয়ে খন্ড খন্ড আনন্দ মিছিল বের করে গ্রামের অলি গলি প্রদক্ষিণ করেন। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে মিছিল বের করা হয়। গ্রাম জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ইতোপূর্বে গ্রামে এত জাঁকজমক ও আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম এভাবে জাঁকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।