স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিববর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র সভাপতিত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের সভাপতি শামছুল হুদা, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোদারিছ আলী টেনু, মুফতি আলমগীর হোসাইন সাইফী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পল্লব কান্তি দাশ পংকজ প্রমূখ। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অবদানের জন্য কমিউনিটি পুলিশের কয়েকজনকে পুরস্কৃত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com