স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা এসব রেস্টুরেন্টে বসে গল্পগুজব ও আড্ডা দিয়ে সময় কাটায়। বিষয়টি নজরে এলে শুক্রবার রাতে সদর থানার একদল পুলিশ শহরের বিভিন্ন চাইনিজ রেস্টেুরেন্টে অভিযান চালিয়ে কলেজ কোয়ার্টার এলাকা থেকে দুই যুবক-যুবতীকে আটক করে। পরে তাদের অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিলে সতর্ক করে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, এ অভিযান নিয়মিত চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com