স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননাকর উক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মাধবপুরের ওলামা পরিষদের ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কেফায়েতউল্লাহ নোমানী, মাওলানা গিয়াসউদ্দিন, কারী নূরউদ্দিন, মাওলানা এমদাদুল ইসলাম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com