স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, করোনাকালে বিগত ৮ মাসে দিনরাত জনগণের সাথে থেকে কাজ করেছেন এমপি আবু জাহির। মানুষের মনোবল বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, ওই সময়ে তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতেও আওয়ামী লীগের দলীয় কার্যক্রম অব্যাহত রেখে দলকে গতিশীল করেছেন। দলের নেতাকর্মীদেরকে মাঠে থেকে জনগণের পাশে থাকতে উৎসাহ দিয়েছেন। জাতীয় নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন। করোনাকালে হবিগঞ্জের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য স্মরণ সভার আয়োজন করেছেন। এরই মাঝে সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত থেকেছেন। হবিগঞ্জবাসীর বহু কাক্সিক্ষত কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাসে বলিষ্ট ভূমিকা রেখেছেন। দিনরাত জনগণের সাথে থেকে কাজ করতে থাকা অবস্থায় তিনি করোনা আক্রান্ত। এই অবস্থায় তার আশু রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন আলমগীর চৌধুরী। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিটি ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও দোয়া ও প্রার্থনার আহবান জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com