চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেপ এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। বক্তব্য রাখেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম, সমবায় কর্মকর্তা এমরানুল হক প্রমুখ।
সভায় বক্তারা জানান, চুনারুঘাট উপজেলার পিছিয়ে থাকা চা বাগানের শ্রমিকদের স্যানিটেশন মান উন্নয়নে কাজ করছে ইউনিসেপ ও উপজেলা পরিষদ। সেখানে বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে। পাশাপাশি চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় যাতে স্যানিটেশন সুবিধা নিশ্চিত হয় সেজন্য চা বাগানের অভ্যন্তরে ৪টি উন্নতমানের ওয়াসব্লক নির্মাণ করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com