স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। যদিও মহামারী করোনা ভাইরাসের কারণে এতোদিন নির্বাচন স্থগিত ছিল। গতকাল প্রচারণা শেষ হয়েছে। তিনটি পদে প্রার্থীরা প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে নির্ধন দাস ও মোঃ সেলিম হাসান; সহ-সভাপতি পদে নুরুল হক খান ও মোঃ জাহির উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আরাধন দাশ ও মিজানুর রহমান প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে দুলাল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক পদে এম এ হান্নান এবং কার্যকরী কমিটির জুনিয়র সদস্য পদে রূপন পাল, আব্দুল মন্নান খান, সুমন দাশ সুহেল ও রিংকু চন্দ্র দাশ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুভাষ চন্দ্র সূত্রধর।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com