মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক জনি পাঠানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর বাবুল হোসেন। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য রনি আহম্মেদ, যুবদল নেতা জসিম শিকদার, শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া প্রমূখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ জাতীয়তাবাদী পরিবারের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com