স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিশাল শো-ডাউন করেছে জেলা যুবদল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় পুলিশ র্যালিটি থামিয়ে দিয়ে ব্যারিকেড দেয়। কিন্তু কোন বাধাই থামিয়ে রাখতে পারিনি বিশাল জনসমাগম হওয়া এই র্যালিটি। পুলিশের বেরিকেড ভেঙ্গে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com