কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নের মধ্যবর্তী আলাপুর সংলগ্ন করাঙ্গী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com