ডিবি পুলিশ জব্দ করেছে অলিভ ওয়েল, নবরতœ তেল, হেয়ার অয়েল কেকুনা, যৌন উত্তেজক পিপিডন ট্যাবলেট ও আতশবাশি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকা থেকে পিকআপ ভ্যান বোঝাই বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ নজরুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোজাম্মেল মিয়া ও দেবাশীষ দাশসহ একদল পুলিশ বাইপাস সড়কের বহুলা সিরাজ খানের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ওরফে সাইফুর রহমানকে আটক করে। আটককৃত নজরুল ইসলাম ওরফে সাইফুর রহমান চুনারুঘাট উপজেলার উত্তর কাচুয়া গ্রামের আব্দুল বাছিরের পুত্র। এসময় তার কাছ থেকে অলিভ ওয়েল ১৯০ বোতল, নবরতœ ১ হাজার ৫০ বোতল, হেয়ার ওয়েল কেকুনা ২৫৫ বোতল, যৌন উত্তেজক পিপিডন ট্যাবলেট ২২ হাজার ২৩০ পিস, আতশবাশি ৩ হাজার পিসসহ বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নজরুল চুনারুঘাটের সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় প্রসাধনী সামগ্রী ক্রয় করে হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে বিক্রি করছিল। আর এসব অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশকে জানায়। গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম ওরফে সাইফুর রহমানকে নজরধারীতে রাখছিলেন। গতকাল উল্লেখিত এলাকায় পিকআপ ভ্যান বোঝাই করে প্রসাধনী সামগ্রী উল্লেখিত এলাকায় নিয়ে আসলে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি’র এসআই মোজাম্মেল মিয়া। তিনি জানান, আজ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com