চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলার ২৪০টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা এসব শিশুদের লাল ও নীল রং এর এসব ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক এডভোকেসী সভায় এসব তথা জানানো হয়। সভায় জানানো হয়, উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৮৭৫ শিশুকে নীল রং এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৬৯৩ শিশুকে লাল রং এর ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ১০টি ইউনিয়নের ৮০টি কেন্দ্র এবং ২৪০টি সাবকেন্দ্রে ১৪ দিন ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার মিল্টন চন্দ্র পাল, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলহাস উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ। এতে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশ নেন।