স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ৬০০ অস্বচ্ছল পরিবারে ১০ কেজি করে সরকারি চাউল বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল এগারোটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনি এই সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এমএ মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন ও সাধারণ সম্পাদক উত্তম রায়সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, শুধু তেঘরিয়া ইউনিয়নই নয়; করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে অসংখ্যবার সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত পক্ষ থেকেও সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থেকেছি। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com