স্টাফ রিপোর্টার ॥ ‘পৌরসভার কর্মকান্ডকে গতিশীল রাখতে সবচেয়ে বেশী যাদের সহযোগিতা প্রয়োজন তারা হচ্ছেন পৌরবাসী। পৌরসভা একটি পদ্ধতির মধ্য দিয়ে চলে। যারা সেবা গ্রহীতা তারা যদি সে পদ্ধতিকে সাবলীলভাবে মেনে নেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই সেবা কার্যক্রম গতিশীল হয়।’ বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী পানির বিল ও পৌর করমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। তিনি বলেন ‘৩ দিনব্যাপী মেলায় কর আদায়ের চিত্রই বলে দেয় বর্তমান মেয়র মোঃ মিজানুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান পৌর পরিষদকে নাগরিকগণ সহযোগিতা করতে চান।’ তিনি হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্পট স্থানান্তর বাদ দিলে বাকী যে জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে মেয়র মোঃ মিজানুর রহমান বলেন ‘পৌরবাসী যেভাবে সহযোগিতা করছেন তা অব্যাহত থাকলে আগামীতে পৌরসভার সেবা কার্যক্রম আরো গতিশীল হবে।’ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ। আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর। সমাপনী দিনে পানির বিল আদায় হয়েছে ১ লাখ ৮১ হাজার টাকা এবং পৌরকর আদায় হয়েছে ১০ লাখ ৮৪ হাজার টাকা। ৩ দিনে পৌরকর আদায় হয়েছে ৩৬ লাখ ৪০ হাজার টাকা ও পানির বিল আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার ৭৭৩ টাকা। তিন দিনে পানির বিল ও পৌরকর মিলে মোট আদায় হয়েছে ৪০ লাখ ৫০ হাজার ৭৭৩ টাকা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com