চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা সুলতানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আইয়ূব চান। এতে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও কন্যা শিশুরা অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com